Saturday, September 5, 2009

বরফ গলে রোদে

বিশ্বাস করবে না; শুনে ক্লান্ত হবে
ভান ধরে মেকি... না-হলে অহংকারে
শীতের আভিমানে রোদ হাসলেই ভয়
জাগে নিরবে; তুই জানিস্ না ভারী ঠান্ডায়
দু’হাত গুজে রাখি পকেটে, কপাল ফাটে
                        ঠোঁট ফেটে যায় ঋণে


তবুও বরফ গলে না রোদে

বিশ্বাস করবে না; কারণ বলছি বহুদূর থেকে
এখন জলকে ভুলিয়ে-ভালিয়ে রাখছি চোখে

No comments:

Post a Comment