Sunday, September 6, 2009

কোমর

বেঁধে রাখো তামা-কাসা; পঞ্চ-ধাতু কবজ শূন্যান্তরে বেঁচে আছে জন্মঋণ
প্রথাগত নিয়ম বলে দেয় কোমরে কালো তাগা
প্রথম বেঁধে ছিল মা
কিন্তু সম্পর্কস্থাপন বশ করে মিশ্র জীবনের কারুকাজ
কার অনুভবে ইচ্ছে সাথে মিশে যাচ্ছে দেহের লাজ
যশ-খ্যাতি যা পাবার গোপনে পেয়ে যাবো আজ

তুমি তাবিজে রেখেছো লাজ-শরম অজানাসূত্রসন্ধ্যান
কবজে রেখেছো ইচ্ছে শাসনসহ মোহ উপাদান

No comments:

Post a Comment