Sunday, September 6, 2009

তোর সুখ আছে জেনে

রোদে দাঁড়ালে ভেঙে যায়                         অলস সময়
ছায়ায় দাঁড়ালে রোদের তীব্রতা
তোর দিকে যায়, তোকেই পোড়ায়
বিকেল হলে সূর্য ডুবে যায়
তখন কেবলি আঁধার ঘনায়
আঁধার ঘনালে বহু দেনার লোভে
রাত্রি ফেটে যায় ঘুমহীন লোভে
দৃষ্টির ঋণ অনুভবে পুড়ে
কিন্তু জ্বলন শিখতে পারেনি অন্ধকার
তোর সুখ আছে জেনে
সুখে-দুঃখে করছে হাহাকার


রোদে দাঁড়ালে ভেঙে যায়


অলস সময়


ছায়ায় দাঁড়ালে রোদের তীব্রতা


তোর দিকে যায়, তোকেই পোড়ায়


বিকেল হলে সূর্য ডুবে যায়


তখন কেবলি আঁধার ঘনায়


আঁধার ঘনালে বহু দেনার লোভে


রাত্রি ফেটে যায় ঘুমহীন লোভে


দৃষ্টির ঋণ অনুভবে পুড়ে


কিন্তু জ্বলন শিখতে পারেনি অন্ধকার


তোর সুখ আছে জেনে


সুখে-দুঃখে করছে হাহাকার

No comments:

Post a Comment