Sunday, September 6, 2009

অদৃশ্য

না-দেখা দৃশ্যর ভেতর সবই সুন্দর!

তুমি কি জানো? শোকপাখি আর স্মৃতিফুলের ঘ্রাণ
শুঁকে নেবার কোলাহল; অস্ফুট থাকার প্রথম কৌশল
যে হাতে ছড়াচ্ছে মলা-ঢেলা আঁশটে গন্ধ; অন্যহাতে
থেমে গেছে একান্ত জিজ্ঞাসা-বিব্রতবোধ; অসংখ্য ক্ষতে

অদৃশ্য ছুঁলে কেঁপে ওঠে ভূমি-তমালের ডাল
দুর্ভোগ শেষে তুমি ভেজা হাতে মরা জল

সে হাতে সবই সমাধান; কড়কড়ে পাউন্ডের ঘ্রাণ
দীর্ঘশ্বাস বুকেচাপি দেয়ালে পিঠঘেঁসে অনর্গল গাই গান
তোমরা দু-চোখ ভরে তাকাও; জলে মুখ লুকাও; এতো জল

এতো-এতো মুখ রেখে, তাকে যে ঠকানো গেল না রসানো জলে

No comments:

Post a Comment