অনেকেই বলে যা হবার তাই হবে, বলি-- কী হবে ভেবে তোমার সন্দেহের চেয়ে দেহের প্রতারণা রাজকণ্যার মতো
শ্বাসের ভেতর অতি সহজে ক্রমবিকাশ টেনে নিচ্ছে শ্বাস
ও-হৃদয়? কেউ কী জানে; হাসির আওয়াজেও কিছু রহস্য--
কিছু গোপন ইচ্ছে থাকে ...যা প্রকাশ্যে লাজুক হলেও
শাখা-প্রশাখাগুলি মনে রঙ মেখে গোপনে গোপনে বেড়ে ওঠে
হাটে-মাঠে-ঘাটে সংসার সমাজবোধ স্বপ্নের ভেতর ঢুকে।
আমার হাসি-ইচ্ছে দুটিই ছিল ফুটপাতে, র্পাকে...কিন্তু ভিনদেশে অজানা বাসস্টপে দাঁড়াই ম্যাপ দেখে গন্তব্য খুঁজি বাসের অপেক্ষায় ইচ্ছেকে চুপ হতে বলি। কখনো মটরওয়েতে নেমে লংড্রাইবের ফাঁকে উঁচাউঁচা দালান বিস্ময় জাগায়, মরা ডালপালা হাত বাড়িয়ে জানায় বরফের দেশে তীব্র-প্রাণ-শক্তি নিয়ে আজও আমরা এত অসহায়
No comments:
Post a Comment