Sunday, September 6, 2009

ঝরাকাঁটা

না-ছুঁলে প্রশ্নবিদ্ধ হবে ইঞ্চি দশেক দূরে
                                    আঁকা-বস্ত্রবালিকা
ছায়ার পাশে খাড়া স্পর্শগাছ দু-দুটি কাঁটা
ঝুলা ডালে, ঝরা পাতায় পাখির বসবাস
এমন বেদনাহত রাতে তোমার কাছে
শরমিন্দা হবার ভয় কি ছিল একার


দ্বিধা কি ছোঁব একা? নাকি উল্টে রাখবো দেহের বোয়াম
খরায় পুড়ে না তাই ছলে খুলেছি জলের বোতাম

No comments:

Post a Comment