আক্রান্ত হবার আগে অন্যকথা... আপনে-গোপনে
পর্দা-শৃঙ্খল, বেলা গুনে গেঁথেছি ক্ষত-নির্মিতকাল
আপনে-গোপনে বুকের ভেতর খুলে পড়ে জল
অপাঠ্য দেহছাল, শিথানে পৈতানে কিছু অনিচ্ছা
রূপ ধরে আছে মনে-বিজনে
সদায় তাকিয়েছি ভেজাচুলে... মিশবার ইচ্ছে ও লোভে
ক্ষরানোর ছলে থাকছে না এইবেলা,কে সাহস জোগাবে?
নিজের ভেতর নিজেকে ভুলিয়ে রেখেছি, আশ-পড়শির পাশে
বেলায় বেলায় শাদা হবে চুল জড়িয়ে ধরা অন্যপ্রকাশে
জলে তেলে মিশে
No comments:
Post a Comment