Sunday, September 6, 2009

বেদনাশ্লোক

জন্মকথা কেউ মনে রাখে না, স্মরণে এলে বেদনাশ্লোক
 ফেরাতে পারিনি অবুজ দুঃখ... ফেরারি মানুষের মুখ


তোর নিকট যাবো না যত ইচ্ছে আয়ু বাড়–ক
মালেকুল মউত ডানে-বামে দেখে না-চোখ
একদিন মৃত্যুকথা লিখবো হাড়ে, লিখবো বুকে পোড়া
রূগ্নকথা- তোর আয়ু দ্বিগুণ বাড়ুক, বাড়ুক মোহের তাড়া


আমার দিকে ছুটে আসছে ঘাসফুড়িং সূর্যাস্তেও আগে
মৃত্যুর জন্য বর্ষাঋতু প্রিয়
সেদিন বৃষ্টিজল ছিটাবে না কেউ অঙ্গে

No comments:

Post a Comment