Sunday, September 6, 2009

বাড়ি নাম্বার ৩২

বুঝতে শিখেছি ‘ঘরের লগ্ন বারান্দায়’ আর জানতে শিখেছি এমন বাসনায় বাকিটাও পোড়াও! হাঁটতে-হাঁটতে একটি বাড়ির
স্মৃতি নিজের মতো করে খুঁজি; মুঠো খুলে দেখি রহস্য-স্মৃতি
হাতের তালুতে খলবল করছে ভয়াবহ দাগের চিহ্ন; যা দেখে
পূর্ণ-দিবসে তুমিও জন্মাতে পারো হা-করা বুকের স্বাদ কিছুটা জিজ্ঞাসাবাদ...। তোমাকেই বলতাম গোপন বেদনার কথা

                         যত অপেক্ষা ওই দুঃখিত পথের আড়াল
তাকে দেখি সিন্নিকটে এলে অশ্রুপতনের দায় ফেলে সেও বলে
শত অপেক্ষায় দাঁড়ানো আমি বত্রিশের বোবা চার দেয়াল

No comments:

Post a Comment