Sunday, September 6, 2009

নখ

কেউ স্বাধীন ভাবে বাঁচতে দেয় না যাদের কাছে ওসব কথা ছোট হয়ে গেছে
তাদেরও চিনি না আমি, অভিন্ন হৃদয়ে
বেড়ে উঠলে নিজেরও হু-হু করে মন
কৌতূহল মিশে, ডুবে যেতে যেতে
পরগাছাও ভালো পোশাকের ভেতর
                                 লোমে ও বোতামে

এতো কাঁটাকুঁটি এতো ঘষামাজা ইস্পাতে
পাশে রেখো তোমার ওই দরদীয়া হাতে


No comments:

Post a Comment