ফেরারি পর্ব ৬
বালিশ থেকে মাথা তের-চোদ্দ ইঞ্চি দূরে ঘুমিয়ে আছে। এই ব্যবধান কীভাবে হলো, ঘুম থেকে জেগে তাই ভাবছি...আর ভাবছি একটি লুপ্ত স্বপ্ন দেখার কথা ছিল ভোরে। কিন্তু তা হলো না, কেন দেখা হয়নি; কেউ দায় স্বীকার করেনি, নিজেও জানি না। ফলে সদ্য ফোটা সূর্র্র্য্যফুল দেখে ভিজে যাচ্ছে ভোরের ছায়াহীন বন। কার দায় বেশি ছিল তুমিই বলো এখন; ঘূর্ণি গ্র্যাভিটেশন।
No comments:
Post a Comment