Sunday, September 6, 2009

কপাল

শীতরাত্রির পাশে যারা আমাকেও মিথ্যে রোমন্থনে
ফেলে রেখেছে তারাও জানে— কোথায়; কবে
কার তাড়া খেতে খেতে কার কথার লোভে স্বস্তি এলো মনে
কারণ নিয়তির দোষ দেবো না ভিনদেশে খেয়ে-পরে
নিজের ভেতর প্রশ্ন করি, কেন টানছি গ্লানি, শূন্যতা

তোমরাই প্রশ্ন করো? জানতে চাও! ভোঁতা জীবনের কথকতা
আমি শীত না-সহে তোমাদের কিভাবে বলি শৈত্য-অভিজ্ঞতা
সুখে তো ভালোই আছে, টেমস্ নদীর পাড়ে
শুধু তোমাদের জন্য দুঃখ ফোটাই দিবারাত্রিভোরে

No comments:

Post a Comment