Sunday, September 6, 2009

ঠোঁট

ভরা যৌবণে আমিও উদ্বেল, ভীষণ আকুল
নোনতা জলে সাধ্য নেই, জেনে যন্ত্রণা খেয়ে
বাধ্য করো ক্ষণদূরত্ব ছুঁলে এ সব কথা
আশপড়শির কান ছুঁয়ে গেলে চুম্বননেচ্ছা
উজার করে দাও বিয়োগের শেষ ভাগে
মন থেকে নাও কিংবা মনে পড়ে নাও

স্বত-চলাচলের মহিমায়, কি পেলাম ত্যাগে? তবে-
সেও চায় পরিত্রাণ, হাতে-পায়ে পারফিউমের ঘ্রাণে
চুম্বনের স্বাদ কোমল! নাকি মখমল শব্দহীন ঠোঁটই জানে

No comments:

Post a Comment