Sunday, September 6, 2009

বুক

তোকে খুলতে না-পারা তারও কি দর্শন আছে? নাকি সংযমের অভিজ্ঞতা; সহনশীলতা
জানা যাবে আরো...আরো কিছু কাল পরে
                                             অন্তরলোকে
যখন তোর সরলতাটুকু হেসে হেসে ভাসবে সাতরঙাজলে
নিজের খুশিমত নিজের ভেতর একাকি খুলে যাওয়া
                  কি যে আনন্দের, বুঝবে তখনই
যখন আমাকে শাসন করা হবে চোখের উপর

তোকে খুলতে না-পারা ব্যর্থতা নয়, ঘ্রাণ গুনে ত্রিফলা
গোপনে তাড়াতে পারিস্ গোলকধাঁধাঁ, রজঃস্বলা

No comments:

Post a Comment