Sunday, September 6, 2009

শীত

চোখের কাছে কাঁদতে নেই তোমাদের দুর্মরজল


শীতটা একদম সইতে পারছে না আলাভোলা শরীর
ভাব মনে,না-মিশতে মিশতে শীতের গুণাগুণ
যতটা চেপে ধরেছে... বলবো না ভীষণ আকুল
 ছিল না দাবী-দাওয়া আশনাই আঁশাফল
তুমি কিছু একটা বলো র্দুলঙ্ঘ্য কানের দুল



চোখের কাছে কাঁদতে নেই তোমাদের দুর্মরজল
নিত্যদিনে যারা শীতপ্রিয়, শয্যাসহা তাও গরমিল

No comments:

Post a Comment