একবিন্দু জল থেকে জন্ম- তিন পাক খুলে এ-ও জানি গড়াগড়ি শিখেছি জলের আদরে
আলো বাতাসে বেড়ে ওঠা মায়ের জঠরে
জন্মের পর কেঁটে দিলে বাঁচি! কি লাভ বেঁচে?
একদিন ফুরাবে দেহের মায়া জগৎ সংসারে
মাটির দেহ মাটিতে গলে-পচে হবে কংকাল
রূপ নেবে কম্পোষ্ট সারে
নাড়ির টানে পিতা-প্রপিতামহ ফিরছেন জনে জনে
আমিও বার-বার ফিরি আমার মায়ের টানে
No comments:
Post a Comment