Sunday, September 6, 2009

রোজগার

কাজের কষ্ট ঘামই বুঝে এখন অবশ্য রোজগারের দুঃখ তাকে
ছোঁয়ালে সেও শ্রমের বিনিময় খোঁজে
আমি কাউকে খুঁজি না; শুধু দয়া না পেলে

স্বপ্নের মাহাত্ম্য কী রকম? বিশ্বাসও নেই বিলকুল
সব কিছুতে তোর বিশ্বাস ষোল আনায় অটল
সে সব জানতে তোর কাছে ফেরাই একমাত্র সম্বল

No comments:

Post a Comment