Sunday, September 6, 2009

ভ্রু

চক্রাকারে ঘুরে তোমার প্রকাশ চোখের উপরে
দৃষ্টির মর্মভেদ শাসন হলো মগজের রাশটেনে
মান-অভিমান কিম্বা বির্নিমান লক্ষ্য রাখছ—
যাতে নিজ ছায়ার সাথে চোখ দুটি জাগে, কিন্তু
তোমার ভ্রূ’তে আই-ভ্রূ ছাড়া কিছুই দেখি না আগে

তোমার ইচ্ছে পূরণ, আমারি সরণি
পেরোবে হয়ত সবুজ সমীকরণ

এ-বসন্ত দিনে বনে বনে যত আয়োজন
মনেই থাকে না সরি! মনের ভেতর কার খবর্দারি
কার ঘনিষ্ঠতা কতটুকু তাও জিজ্ঞেস করিনি
সে-ও এখন মনপাখি, প্রিয়নারী, শাড়িবাসিনী

No comments:

Post a Comment