Sunday, September 6, 2009

স্বপ্নহীন

তৃষ্ণা যদি জলের কাছে হার মানে... ভেবো না ধ্যানে গালের বিন্দু-বিন্দু জল ফুটেনি দেহসন্তরণে

আমি তো বলিনি, তোমার চোখ আমার দেহ পোড়ায়
শূন্য আয়োজনে স্বাদগন্ধ পাবে না, তোমার ক্লান্তিটুকু অন্যায়

স্বপ্ন একমুঠো মাটি... দু’মুঠোজল... পোড়াকয়লা, তারপর জানি না
পুরোনো কষ্টগুলো ভালো থেকো, মৃত্যু হলে শেষকৃত্য হবে না

পৃথিবী যত সুন্দর, তারচে সুন্দর চোখ— তোমার হাসি
যদি ইচ্ছে ধ্বংস করো, যতদূরে মরে-পচে-ভাসি

No comments:

Post a Comment