Sunday, September 6, 2009

গ্রহণ প্রশ্নে আমিও পরাজিত

আমাকে না পোড়ালে ভালো এরকম আশায় লুকিয়ে রাখি
 গোছা গোছা গন্ধ পুরনো গামছায়, ঠান্ডা জড়াবে দেহে
এযুগে এসে ভাঁটফুলে ফুটে আছো এ-আশা পুরাটাই ভুলে গেছি
খোঁজাখুঁজি; পাতার আড়ালে ছায়া মনমরা হয়ে থাকতে পারে না
এরকম রূপকথা হাঁশফাঁশ ছাড়াই ভেবেছি; লোহা-পিতল-ষ্টীল
শেষ-মেষ কার শাসন মেনে ফেলেছি দীর্ঘশ্বাসে
চারদেয়ালের আলোতে মিশে

দীর্ঘতর ভাবনা বলছি ইশারা করো না, গ্রহণ প্রশ্নে আমিও পরাজিত
পাথরে পাথর ঠুকে বাজাচ্ছি পুরনোস্মৃতি পোড়ালেও পুরোটা অক্ষত

No comments:

Post a Comment