Sunday, September 6, 2009

বিচরণ

দূরত্ব মেপে দেখো নির্জনতা আগে-পিছে তারচে’ কম হলে কার কী যায় আসে
যতটুকু মিশ্রণ হলে নিরাপদে থাকা যায়
দ্রবণে নয় কিন্তু দ্রাবকের আসে-পাশে
আরো বেশি হলে ভালো, দেখবো তোমার
দেহের ভাঁজে কার দেহ লুকায়? ভয় নেই
রক্ত চুষে বেড়াবে রক্ত কণিকায়

No comments:

Post a Comment