Sunday, September 6, 2009

চোখ

চোখ গাঁথলাম চোখে গুপ্তনাম জমজ ভাই
চোখ ঘুমিয়ে গেলে ছোঁ-মেরে ঘুমকে জাগাই
তোমাকে মৎসরূপে ধরি... না-বলা এ টুকুই
অবশেষে চোখও স্বীকার করলো তাকানোর চেয়ে আর
আর কিছু সুন্দর হতে পারে না, চোখ স্বপ্নভর তোলপাড়
চোখ বন্ধ করে দেখি চোখের বিকল্প শুধু চোখ-
বাসনারস নিজেকে অস্থির করে তুলে, তাই না? সখি

সে দিন থেকে চোখের ফাঁদে পড়ে, দু-চোখ বুঁজে শুধু
চোখের সৌন্দয্য দেখি

No comments:

Post a Comment