Sunday, September 6, 2009

গলা

গ্রহণপ্রশ্নে তুমি এতোটা সহজে ধরে রাখো বোধ
কতটা সহজে এগুলে এবারের মতো ক্ষমা পাবো
ভুলে যাবে অজানা ক্রোধ

লজ্জার প্রকৃত অর্থ কী? এই ভয়ে একটানা মন
এতক্ষণ পিপাসায় লুকিয়ে থাকা চিহ্ন ও প্লাবন
ভুঁই-লাকড়ি ছাড়া তুমিও জ্বলতে পারো করুণা
                                                কংকাল
প্রেরণা কি পাঠাতে বললে—
খণ্ড খণ্ড জল, খালিগলা... হারানো ক্রিস্টাল
ত্রিকালদর্শী! অসহায় বলবো না তাকেও
ঘরগৃহস্থালি, তুমিআমি একাই জলফল

গুপ্তবাক্সে সোনাদানা রেখে আজ খালি গলায়
সান্নিধ্য ছুঁতে এলে পোড়া-মাটির গহনায়

No comments:

Post a Comment