Sunday, September 6, 2009

নাক

বাহিরের দৃশ্য দেখে দেখে মিটে যাচ্ছে স্বাদ
এখন অপরাদ মেখে বেঁচে আছি শবদেহে
তোমার গতিবেগ ছুঁতে আরো কিছু দিন
শ্বাস টেনে টেনে ব্যবধান খুঁজে নেবো ব্যবধান
ভীষণ শীত আবিস্কার করি পীতে—
কেন এই নির্বাসন ঘুমের আবেশে
নাক টেনে টেনে জ্বলছে-নিভছে কিছু জিজ্ঞাসাবাদ...
কষ্ট সহে এগুতে চাই, যা হোক; কিন্তু সংশয়!

No comments:

Post a Comment