Sunday, September 6, 2009

মাথা

পেতেছি বালিশে শীত তাড়ানোর ছলে
শুয়ে থাকার গর্ব গুলিয়ে তুইও নিদ্রা তাড়িত হলে
যা জানিস ভেবে চিন্তে বলিস্ স্বপ্ন নাই- বা জাগালে

বুদ্ধির কোন অহংকার নেই, প্রয়োজন দৃশ্যময় লুপ্ততাড়না
হিতে বিপরীত হলি তুই; আত্নবোধে কমে না দুঃখ-বেদনা

যাবো চুপে তৃষ্ণার্ত বুকে, দেখবো কাঁচাজলের শিহরণ
ছিটা বৃষ্টিতে তরমুজের চাষ, শ্বাসের ভেতর ভেজা গুটিস্তন
না-ফোটাজলের ফাঁকে তুই একাকি হ’লি খানখান

No comments:

Post a Comment