Sunday, September 6, 2009

পাহারা

ঘুমানোর জন্য নিঃশব্দ জায়গা খুঁজে দীর্ঘবাসনার ঠিক পূর্বে আমিও ঘুমাই

এরকম দিনে তুমিও জেগেছো; সত্যি কি তাই
রাত্রি যত বাড়ে আহা! আমিও সাজি রাত্রিসাজে

দেহের ভেতর সারাক্ষণ ক্ষরণ...বেফানা শরীর
শব্দ শুনলে ঘুমোতে পারি না, তাও কী কল্পনা

জীবন কেটে যাচ্ছে তিক্ত অচেনা স্বাদে তাও বলবো না
এতো যে বলো এড়াতে পারবে না দায়; র্নিঘুম রাত্রির

ঘড়ির কাঁটার শব্দ শুনে গুনে রাখি ঘুমের জরা
সারাক্ষণ আমাকে ঘিরে রাখে সুমধুর পাহার

No comments:

Post a Comment