খাওয়ার আগে রান্নাবাড়ার ঘ্রাণ ভালো লাগে খুব
মাছ মাংশের হাড়গোড় চিবানো মানে তৃপ্তি...
বাড়তি উপভোগ
এতো যে বলো ভুলে যাওয়া ভালো—
পরে হবে। এমন বাহানায় খুলে নিতে হলো
অতিনর্মেরফল! যেমন দৃশ্য-দরশন; পূর্ণ বিবরণ
এ-সম্পর্ক জানতে না চাইলেও বলবো—
হাত ধরো, ভুলে যাও-
ভালো থাকো। নিরাপদে থেকো।
সুখে-দুঃখে ঠাট্টার ছলে হইক গভীর ক্ষরণ... ঘনিষ্ঠতা
ওহ! দাঁতের যন্ত্রণা... কামড়া-কামড়ি ছাড়া সব স্বাদ বৃথা
No comments:
Post a Comment