Sunday, September 6, 2009

হাত

আশা নিতে নিতে তৈরি হচ্ছে দু’হাতের জ্বর
এ-ও কি আশা নিজের ভেতর চলে যেতে যেতে
                                              সহজ নিথর
ভীতু ঠোঁট নিয়ম ভেঙে আদর করল তালুতে
এমন ধারণায় প্রথমবার ঘ্রাণ লেগেছে মনে

গুপ্তচর্চায় বলবো না; এরই নাম হয়ত অসহায়

বলছি যদি হাতে রাখো হাত; স্মৃতি-প্রীতি-সুধা
মনে থেকে যায়; কার স্পর্শে কে পুড়ে
কে-বা হারায় মুখরতায়, তসবিদানায়

No comments:

Post a Comment