দৃশ্য পান করা মায়া-র সাথে যদি স্বভাবী ছায়া কোনোমতে পর্দায় দোল খেয়ে
সুখস্বপ্নে ফিরে আসে- দেহে ঢুকে যদি
দুলিয়ে যায় মন, নিশ্চুপ দেহের শিহরণ
তবে কি পুষিয়ে নেয়া যাবে?
তোমার দু’পায়ের ফাঁকে আগলে রাখা
হাঁটার শূন্যস্থান-
কেবল তুমিই যদি পথ দেখাও- চোখ মেপে
দেখবো; দেহ খেলে আসা রূপ-পরিবর্তনের হাওয়া
কোথা থেকে এলো; দেখতে কেমন...
স্ব-গৃহে ফিরবো না কেউ যারা চলে গেছে
ডানায় উড়ে, হাঁটার ক্লান্তি পায়ের তলায় রেখে
আমিও হারাবো একদিন বেড়িবাঁধা পায়ে
No comments:
Post a Comment