Sunday, September 6, 2009

সমুদ্র সৈকতে একদিন

সমুদ্র পাড় ঘেঁষে হাঁটছো... ভাবছো স্বপ্নহীন কাকে বলে, বলছো সব অনুভূতি অন্যরকম লাগে বাতাস তুমি কী জানো— পায়ের আওয়াজে ঘুঙুরও কীভাবে হাঁটে, চুল তোমাকে নিয়ে এক সাথে উড়ে, চুলগুলো কীভাবে জড়িয়েমড়িয়ে যাচ্ছে নাকমুখ, চোখে; দু-একটা ঢুকছে দাঁতের ফাঁকে। অথচ কথা ছিল এক সাথে ঘুরে বেড়াবো, হাতে হাত রেখে ফিরবো মর্মরিত হাওয়ার তাড়া খেয়ে।
সমুদ্র স্নান শেষে তুমি সমুদ্র সৈকতের কাছে দাঁড়ালেও সমুদ্রের বুকের অজানা দুঃখগুলো দেখতে পারবে না; সব দুঃখ বুকচাপা দিয়ে তার অনাধিকাল বেঁচে থাকার স্বার্থকতা। তুমি কি জানো, সমুদ্র বুকে কতজন ফেলে গেছে তাদের স্মৃতি-স্বপ্ন; হাসি-কান্না; হয়তো জানো কিংবা জানো না- সেই একদিন সমুদ্র স্নান শেষে আর দেখা হলো না।


No comments:

Post a Comment