নরম রোদে পরস্পরের লুকানো হাসি দেখে
কোলাহল সেচে বসে আছো লোলুপ দৃষ্টিতে
বসে বসে ক্ষতবুকে সজোরে বাজাছো করাঘাত
ছায়ারহেলান থেকে খণ্ডিত করেছে— শোকজল
আর ভাবছো একটুকরো অনীহা থেকে সুর বাজে না
রোদকণ্যার বুকে
দু’হাতের অল্প-অল্প চাপে থেকেই যাচ্ছে অনীহা
না ফোটা তালুর উপরে
তাতে ভাবছো তিনটুকরা স্বান্ত্বনা একাই কাদেঁ
নরম রোদে আমরা তো লুকাইনি অবুজ হাসি
তুমি কি সব দেখতে পাও, না-বসে পাশাপাশি
No comments:
Post a Comment