Sunday, September 6, 2009

স্নান ঘরে একা

একা ভেবেছি... একা ভেবেই জেনেছি স্নানঘরে লাজ খুলে গেলে, জলের শব্দে
হারানোর কিছুই নেই জল ছাড়া
কেউ জানে না দেয়ালে কেন জলপড়ার শব্দ
কানে বাজে, কেন ঈর্ষায় পুঁতে রাখি জলসহ
                                              রহস্যময় ছায়া

মগ-বালতি নীরবে পড়ে থাকে দেহের লোভে
                                   স্নানঘরের কোণায়
শীতকাঁপুনিতে ঝরনার গরমজল হাত, মুখ-
চুলসহ সারা গতরে হাত বুলিয়ে দিচ্ছে, গড়িয়েও যায়
যত দুষ্টতা লুকিয়ে রাখে চোখ আর আয়নায়

No comments:

Post a Comment